কেন গুগল ধরা খাবে ChatGPT-র কাছে, তার একটা ছোট উদাহরণ পাবেন এখানে। এই সিম্পল প্রশ্নটার উত্তর জানার জন্য যদি আমার দশ/বারোটা ওয়েব লিংক ওপেন করে পনের/বিশ মিনিট ধরে পড়তে হয়, তাহলে তো সমস্যা। ChatGPT থেকে ২ সেকেন্ডে Yes/No জানা যাচ্ছে যেখানে, সেখানে পাবলিক কেন এত প্যারা নিবে?
একই কারণে Bing গুগলরে খেয়ে দিতে পারবে যখন ChatGPT ইন্টিগ্রেট করবে। তবে, মাইক্রোসফটের উচিত এই Bing নামটা পরিবর্তন করা। গুগলিং এর পরিবর্তে বিঙ্গিং বলা (সাউন্ড লাইক বেঙ্গিং) একটু সমস্যাজনকই!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।