গেমঃ মাইন্ড ইঞ্জিনিয়ারিং
এই গেমে একদল শয়তান নিয়ে খেলবে, অন্যদল এঞ্জেল নিয়ে। গেমে অনেক মানুশ থাকবে। শয়তান ও এঞ্জেলরা সেই মানুশদের মন একসেস করতে পারবে।
শয়তান ও এঞ্জেল মনের ভেতরে বিভিন্ন কাজ করার পক্ষে/বিপক্ষে নানা ধরনের জাস্টিফিকেশন তৈরি করবে। অনেকটা পাজল সলভিং এর মতন। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন সময়ের বিভিন্ন মতবাদ তারা ব্যবহার করতে পারবে।
শয়তান নিয়ে যারা খেলবে তাদের লক্ষ্য হচ্ছে কেওয়াস তৈরি করা। গেমের ভেতরের মানুশদের মাইন্ড ইঞ্জিনিয়ারিং করে তা করা যাবে। অনেক লোকের মাইন্ড ইঞ্জিনিয়ারিং করতে পারলে সোশ্যাল ইঞ্চিনিয়ারিং হবে এবং এর ইফেক্ট চলতে থাকবে লম্বা সময় ধরে। এই কেওয়াস থেকে প্লেয়ার পয়েন্ট আর্ন করবে। কেওয়াস চরমে তুলে মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারলে শয়তান উইনার হবে। আর পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, জাস্টিস চলে আসে তাহলে শয়তান পরাজিত হবে।
অন্যদিক এঞ্জেলরা করবে উলটোটা। তারাও মাইন্ড ইঞ্জিনিয়ারিং করবে তবে শান্তি ও জাস্টিস প্রতিষ্ঠার জন্য। একটা পীচফুল সভ্যতা তৈরি করা তাদের লক্ষ্য।



কাজের প্রেশার বেশী হয়ে গেলে আমার মাথায় অন্য কোন বিষয়ে আইডিয়া এসে গিজ গিজ করতে থাকে। এটা সেরকমই একটা আইডিয়া। আপাতত এই আইডিয়া নিয়ে কাজ করার সময় নাই। থিংকার ক্লাউড আর টাউন-সেন্টার পুরোদমে চালু হওয়ার আগে অন্য কোন কিছু নিয়ে কাজ করবো না। ফলে, আইডিয়াটা আউটসোর্স করে দিতে চাচ্ছি।
গেমস ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে বা ইউনিটি/জাভাস্ক্রিপ্ট খুব ভালো জানেন এরকম কেউ যদি আগ্রহী থাকেন, যোগাযোগ করতে পারেন। কনসেপ্ট থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত হেল্প করতে পারবো। কসসেপ্ট দেয়ার পাশাপাশি ডেভেলপমেন্টের ব্যাকএন্ডে (বিশেষ করে ডাটাবেস ডিজাইনে) সাহায্য করতে পারবো। আর টাউন-সেন্টারের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রি মার্কেটিং করার দায়িত্ব আমার। আপনার কাজ কনসেপ্ট অনুযায়ী ডেভেলপ করা। ৩০% শেয়ার আমার ৭০% আপনার, এরকম ডিলে আগ্রহী হলে ইনবক্সে টোকা দিয়েন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।