অ্যাপ টেস্টিং এর জন্য একটা Android 12/13 সাপোর্টেড ফোন খুঁজতে গিয়ে Ulefone এর খোঁজ পেলাম। ওদের একেকটা ফোন— ভাইরে ভাই! প্রায় দশ হাজার mAh ব্যাটারী, রিভার্স ওয়্যারলেস চার্জিং, FLIR এর থার্মাল ক্যামেরা থেকে শুরু করে তাবৎ সব প্রিমিয়াম টেক দিয়ে এরা ৭০০ ডলারের নিচে কিভাবে ফোন বেচে কে জানে! এই হিসাবে তো আর কোন ফোনের প্রাইস ৩০০ ডলারের উপরে হওয়ার কথা না। এর মানে হচ্ছে অন্য স্মার্টফোন কোম্পানীগুলো দুই থেকে চারগুন প্রফিট করে।

Ulefone এর প্রতিটা মডেলই ভালো লাগছে। ইউনিক ও কাজের। বিশেষ করে ট্রাভেলে মিলিটারি গ্রেড বিল্ড, লং ব্যাটারি লাইফ (৩ দিন থেকে ২১ দিন), রিভার্স চার্জিং, থার্মাল ক্যামেরা আর 2TB স্টোরেজ আমার অনেক কাজে আসবে। কিনবো ভাবছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।