বাংলাদেশে শিক্ষার হার বেশি দেখানোর জন্য গত ১৫ বছর ধরে যে অটো পাশের ব্যবস্থা করা হয়েছিলো, সেটার আফটার ইফেক্ট আর কিছুদিন পরেই বাংলাদেশীরা টের পেতে শুরু করবে। এদেশের অধিকাংশ জবই দেখবেন ভারতীয়দের দখলে চলে গেছে। এখনি ইন্ড্রাস্ট্রিগুলোর টপ পজিশন ভারতীয়দের দখলে যেতে শুরু করেছে।

ChatGPT দিয়ে একাডেমিক কনটেন্ট জেনারেট যদি এখনি নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী ১৫/২০ বছরে পুরো পৃথিবীর এডুকেশন সিস্টেম বাংলাদেশের মত হয়ে যাবে। কাজ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না আর। এবং এটা ইনটেনশনালীই করা হবে বলে আমার মনে হচ্ছে।

আমরা জবলেস পৃথিবীর দিকে আগাচ্ছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।