ChatGPT টাইপ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সগুলো প্রফেশনাল ও একাডেমিক টেক্সট তৈরিতে অনেক স্মার্ট হলেও সাহিত্যের ক্ষেত্রে কিছুই করতে পারবে না। মানুশরে টাচ করা, হ্যাপি করা... এটা Ai এর পক্ষে অসম্ভব। ফলে, Ai নিয়া সাহিত্যিকদের চিন্তার কিছু নাই। ইনফ্যাক্ট, চতুর্থ শিল্প-বিপ্লব সাহিত্যিকদের কদর আরো বাড়াবে। কারণ এখন থেকে যত দিন যেতে থাকবে, পাবলিক ততই অসুখী হতে থাকবে। অসুখী লোকেরা সাহিত্য কনজিউম বেশী করবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।