থিংকার কিডসের জন্য আমরা এই 7" e-Ink টাচ কালার ডিসপ্লে ডিভাইসটা ডিজাইন করেছি। আমেরিকার মার্কেটে এটা রিলিজ হবে। বাংলাদেশ মার্কেটে এধরনের প্রোডাক্ট কেমন চলতে পারে যাচাই করা হচ্ছে এখন। ডিভাইসের ক্ষেত্রে কোন প্রফিট না রেখে ২৫ হাজারে মার্কেটে দেয়া সম্ভব। সেই সাথে ৫ হাজার টাকার থিংকার ক্রেডিট (তাহলে ২০ হাজার টাকা খরচ পড়ে)।
এখন পর্যন্ত আমাদের মার্কেট এনালাইসিস বলে চলার সম্ভবনা কম। তবে, আমেরিকান মার্কেটে যদি আমরা অন্তত এক লাখ ইউনিট বিক্রি করতে পারি তাহলে বাংলাদেশ মার্কেটে সাবসিডি দিয়ে রিলিজ দেয়ার প্ল্যান আছে।
যারা বইটই পড়েন তারা বুক রিডার হিসেবে ২৫ হাজারে এই জিনিষ নিবে কিনা, সেটাও বুঝার চেষ্টা করছি। তাহলে থিংকার ক্লাউডের (eBook Reader) প্রোডাক্ট হিসেবেও এখানে রিলিজ দেয়া যায়।