কেউ আপনাদেরকে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করায় আপনি তারে ঘৃণা করেন। তারপর তার অসুস্থতায় হাহা দিয়া প্রমাণ করে দেন যে— তিনি আপনাদের বিষয়ে ঠিকই বলেছিলো।

যে ইসলাম বিদ্বেষের কারণে আপনি তারে ঘৃণা করেন সেই ইসলামও তো আপনার এই আচরণরে সমর্থন করে না। করে?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।