বাংলাদেশের ৬৪ জেলায় একটা টীম নিয়ে ঘুরে ঘুরে টাউন-সেন্টার সেটাপ করার যে প্ল্যান করেছিলাম সেটা এক্সিকিউট করতে প্রায় দুই বছর লেগে যেত। কিন্তু যদি ২০-২৫টা টীম বানিয়ে ফেলি তাহলে কয়েক মাসের ভেতরেই ৬৪ জেলা কাভার করা সম্ভব।

কিছুদিন আগে হিসাব করে দেখলাম— প্রতি জেলায় টাউন-সেন্টার শুরু করলে সেখানে যে টীম তৈরি হবে সেই টীম যদি পরের জেলায় ট্রেইনিং এর কাজটা করতে পারে, তাহলে চার মাসের ভেতরে ৩৯টা টীম ৬৪ জেলা কাভার করে ফেলতে পারে। ব্যাপারটা কতটা কার্যকরী হতে পারে তা বুঝার জন্য দু'টো টীম বানিয়ে একটা টীমরে গত ২ তারিখে এক জেলায় পাঠিয়েছি এবং দ্বিতীয় টীম আরেকটা জেলায় পাঠালাম। ফলাফল সন্তোষজনক। এভাবে সব জেলা থেকে টীম তৈরি করা গেলে এপ্রিলের ভেতরেই ৬৪ জেলায় টাউন-সেন্টার দাঁড়িয়ে যাবে।

এই প্ল্যানারে তার টাইম-লাইন বসানো হয়েছে। এখানে T1D1 মানে টীম-১ ডিস্ট্রিক্ট-১। প্রতি সপ্তাহে সর্বোচ্চ সাতটা টীম একসাথে কাজ করলে এপ্রিলের ১১ তারিখের ভেতরে ৬৪ জেলা কাভার হয়ে যাওয়ার কথা। আরো ১৯ দিন এক্সট্রা ধরে এপ্রিলের শেষ দিন পর্যন্ত প্ল্যান সাজিয়েছি (সবুজ ও নীল)। মে-র দুই তারিখ থেকে আমার মূল টীম নিয়ে ট্যুর শুরু করবো (লাল)। এক দিন বিরতি দিয়ে প্রতি তিন দিনে একটা জেলায় গেলে মে-ডিসেম্বর এর ভেতরে ৫৬টা জেলা কাভার করা সম্ভব। আমরা মূলত দু'টো উদ্দেশ্য নিয়ে বের হবো। ১) যেসব টাউন-সেন্টার চলছে সেগুলো উদ্বোধন করতে ও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে।

আগামী মে পর্যন্ত আমি এবং ঢাকার কেন্দ্রীয় টীম এই ৩৯টা টীম ও ৬৪ জেলার টাউন-সেন্টার সমন্বয়ের কাজ করবে। যে ৩৯টা টীম জেলায় জেলায় ঘুরবে, তাদের যাওয়া-আসা ও থাকা-খাওয়ার খরচ টাউন-সেন্টার ম্যানেজ করবে। ফলে, ফ্রি দেশ ভ্রমণ এর সাথে টাউন-সেন্টার নিয়ে কাজ করার অভিজ্ঞতা ও নেটওয়ার্কিং হবে। প্রথম ৩৯ টা জেলা থেকে এই ৩৯ টীম তৈরির পরিকল্পনা আছে। ইতিমধ্যে দু'টো টীম হয়ে গিয়েছে। আর বাকী ৩৭।

বিঃদ্রঃ যারা টাউন-সেন্টারের জন্য এপ্লিকেশন করেছেন তাদের সাথে ধীরে ধীরে যোগাযোগ করা হচ্ছে। আরো নতুন এপ্লিকেশন না পড়লে এই সপ্তাহের ভেতরে সকলের সাথেই যোগাযোগ সম্পন্ন হবে আশা করা যায়। সবার সাথেই কথা হবে। নতুন করে যারা আবেদন করবেন, তাদের সাথে আগামী সপ্তাহে যোগাযোগ হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।