২০২৩ সাল একটা ভয়াবহ বছর হতে যাচ্ছে।
থিংকার ক্লাউডের আমেরিকান পার্টনারের সাথে মিটিং করছিলাম। এই ভয়াবহ সময়ের ভেতরে আমরা কমপক্ষে ২ হাজার লোকের জীবিকার ব্যবস্থা করতে পারার লক্ষ্যমাত্রা ঠিক করলাম। অন্তত অর্ধেকও যদি রিচ করতে পারি, এই ভয়াবহ সময়ে সেটার গুরুত্ব অনেক।