২০২৩ সাল একটা ভয়াবহ বছর হতে যাচ্ছে।
থিংকার ক্লাউডের আমেরিকান পার্টনারের সাথে মিটিং করছিলাম। এই ভয়াবহ সময়ের ভেতরে আমরা কমপক্ষে ২ হাজার লোকের জীবিকার ব্যবস্থা করতে পারার লক্ষ্যমাত্রা ঠিক করলাম। অন্তত অর্ধেকও যদি রিচ করতে পারি, এই ভয়াবহ সময়ে সেটার গুরুত্ব অনেক।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।