প্যারেন্টিং - ৬৩
বছরের প্রথম দিনে আপনার বাচ্চাদের ডেইলি প্ল্যানার কিনে দিন। এখানে তারা প্রতিদিনের প্রায়োরিটি, টু-ডু এবং কোন ঘন্টায় কী করেছে লিখে রাখা শুরু করবে। প্রথমে কিছুদিন আপনি সাজেশন দিতে পারেন কিভাবে লিখবে। পরে তারা নিজেরাই নিজেদেরটা মেনটেইন করতে পারবে।
এর একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল দিক আছে। দেখা যাবে কোন ঘন্টার ঘর খালি যাতে না থাকে, এজন্য সে কিছু না কিছু করতে চাইবে। আবার টু-ডু লিস্টের কাজগুলো শেষ করতে চাইবে। আবার দিন শেষে বা সপ্তাহ শেষে নিজেই দেখতে পাবে কী কী করেছে। সেটা তার প্রায়োরিটি ও টু-ডু এবং কাজকর্ম সাজাতে, করতে এবং চিন্তাশীল হতে সাহায্য করবে।