পান্ডা মার্ট থেকে কেনার এক মাসের ভেতরেই নষ্ট হয়ে গেল মাউসটা (ডানে)। অতঃপর সেই পুরাতন ভূত্যের মতন A4Tech OP-620D কিনলাম। বুঝা যাচ্ছে, ডান দিকের মাউসটা A4Tech এর নামে সীল বসানো নকল মাউস।
টাউন-সেন্টারের মার্কেটপ্লেসে আমরা এধরনের নকল প্রোডাক্ট আসলের নামে বেচতে দেব না। আপনি কপি প্রোডাক্ট বেচতে চান— ফাইন, অ্যাপলের কপি বিক্রির মত জানিয়ে বেচেন। পাবলিক জেনে কিনুক যে তারা নকল প্রোডাক্ট কিনছে।

কোয়ালিটি প্রোডাক্ট যারা বেচবে, তাদেরকে আমরা বিশেষভাবে প্রোমোট করবো। এটাকে আমরা দেশ ও জনগনের জন্য কিছু করার অংশ হিসেবে নেব। দেখা যাক কতদূর কী করতে পারি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।