প্যারেন্টিং - ৬২
আমার প্রতিদিনের পরিকল্পনা শুরু হয় ভোরে ঘুম থেকে উঠার পরপরই। ঘুম ভাঙার পরে বেডে আরো কিছুক্ষন শুয়ে থেকে আজকে দিনে কী কী করবো ভাবতে শুরু করি। মাঝে মাঝে ঘুমের ভেতর থেকে শুরু হয়। মানে, স্বপ্ন থেকে। যা নিয়ে কাজ করার কথা, ওটার বিষয়ে স্বপ্নে অনেককিছু দেখি। এসব স্বপ্ন থেকে অনেক আইডিয়াও পাওয়া যায়।
ঘুম ভাঙার পর তো সাথে সাথে উঠা হয় না। শুয়ে শুয়ে তখন ঐ দিনে কী করবো, কিভাবে করবো এসব পরিকল্পনা শুরু করি। এই প্রাকটিসটা আমি একদম ছোটবেলা থেকেই শুরু করেছি।
এধরনের প্রাকটিসের জন্য আপনার সকালটা সুন্দর হতে হবে। মানে, একদম বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত হতে হবে। নয়তো এটা আপনি করতে পারবেন না। বিশেষ করে ছোটবেলায়। বড় হলে তো নিজের আলাদা রুমে নিজের মত থাকতে পারছেন।
আপনার বাচ্চার সকালটা এরকম সুন্দর করে তুলুন। চাপমুক্ত, বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।