হিউম্যান ব্রেইনরে একসময় নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্টেড করে কম্পিউটারের অংশ হিসেবে ব্যবহার করা যাবে। মানে আপনার ব্রেইনের প্রসেসিং পাওয়ারটা ব্যবহার করা হবে কম্পিউটিং এর জন্য। সেক্ষেত্রে ব্রেইন ভাড়া দিতে পারবে লোকজন।



আগামী কয়েক বছরের ভেতরে যদি এই টেকনোলজি এভেইলেবল হয়, ঠিক কত পার্সেন্ট লোক নিজের ব্রেইন ভাড়া দিতে রাজী হবে? খুব বেশী না আমার ধারণা। কিন্তু, পৃথিবীরে খুব খারাপ একটা সময়ের ভেতর দিয়ে নিতে পারলে (যখন কোটি কোটি লোক কয়েক বছর জবলেস হয়ে মানবেতর জীবন-যাপন করবে) প্রচুর লোক ব্রেইন ভাড়া দিতে রাজী হবে। পাঁচটা মৌলিক চাহিদার মিনিমাম সংকুলানের বিনিময়েই রাজী হবে।

কিন্তু, মানুশের তো চাহিদা কখনো কনস্ট্যান্ট না। ফলে, এদের জন্য ভার্চুয়াল রিয়েলিটিতে স্বর্গ তৈরি করা হবে। তারা সেখানে যা চাইবে সব পাবে।

~ ভি.আর এরা - সিটি অব লাইট

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।