প্রতিটা জেলায় আমরা যে টীম বানাচ্ছি তাদের একটা অন্যতম কাজ হচ্ছে Thinkr CMS দিয়ে ওখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাইট/পোর্টাল তৈরিতে হেল্প করা। মানে, সরাসরি ক্লায়েন্টদের সাথে মিটিং করা ট্রেইনিং দেয়া ইত্যাদি ইত্যাদি।
তো একজন আমারে বলতেছে, "ভাই, বাঙালি ক্লায়েন্ট যে বদ, এদের সাথে তো কাজ করা কঠিন।"
আমি বললাম, "ক্লায়েন্ট যত বদ তত ভালো আমাদের জন্য।"
কেন ভালো তা ওদেরকে ব্যাখ্যা করেছিলাম। এখানে সেই ব্যাখ্যা দেব না। কেউ চাইলে গেস করতে পারেন ;)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।