এধরনের একটা খামার করার ইচ্ছা আছে। তাই পরিদর্শনের সুযোগ পেয়ে আর মিস করলাম না। নোয়াখালীর উপকূলবর্তী (উড়ির চরের কাছে) এই খামারে (উপকূল খামার বাড়ি) ঘুরে দেখলাম সব। দারুণ অভিজ্ঞতা!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।