এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা—
+ স্ট্রেস বাড়াবে না বরং কমাতে হেল্প করবে
+ পজেটিভ ও ভালো বন্ধু বানাতে হেল্প করবে
+ জ্ঞান অর্জন ও পড়ালেখায় হেল্প করবে
+ ক্যারিয়ারে হেল্প করবে
+ ব্যবসা প্রসারে হেল্প করবে
+ স্বাস্থ্য ভালো রাখতে হেল্প করবে
+ বিপদে সাহায্য পেতে হেল্প করবে
+ মানসিক শান্তির সোর্স হবে
থাকলে ভালো হতো না?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।