আমজনতা মেইনস্ট্রিম মিডিয়ার উপরে এতই ক্ষ্যাপা যে তারা ইলন মাস্করে নিয়া যত নেগেটিভ নিউজ করে, ইলন মাস্কের ফলোয়ার ততই বাড়ে। প্রতিদিন প্রায় ৩ লাখ করে বাড়তেছে ফলোয়ার।
এভাবে চলতে থাকলে পাগলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে পাশ করে যাবে :P
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।