প্যারেন্টিং - ৬১

শুধু এডুকেশন সিস্টেমের উন্নতি তেমন ফলদায়ক হবে না যদি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না যায়। এদেশে অধিকাংশ অভিভাবক মনে করেন কোনরকমে ভালো রেজাল্ট করতে পারলেই হয়ে যাবে। একারণে শিক্ষার্থীরাও কিছু শেখার চেষ্টা করে না। তাই এই পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য এডুকেশন সিস্টেম সংস্কারের পাশাপাশি ব্যাপক প্যারেন্টিং কার্যক্রমও চালাতে হবে।

কেন লাখ লাখ বেকার থাকার পরেও দেশের প্রতিষ্ঠানগুলো প্রায় দ্বিগুন বেতন দিয়ে দেশের বাইরে থেকে লোক নিয়োগ দিতে বাধ্য হচ্ছে, এটা প্যারেন্টসদেরকে বুঝানো জরুরী।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।