মনে করেন আপনি একগাদা বইয়ের ছবি তুলে দিয়ে দিলেন আর vAi পই পই করে বইগুলো সব আপনার লাইব্রেরী অ্যাপে এন্ট্রি করে দিলো...! হাউ কনভিনিয়েন্ট! :D
গত এক বছর ধরে চেষ্টা করেও আমার লাইব্রেরীর বইগুলো সব থিংকার লাইব্রেরীতে এন্ট্রি করা হয়ে উঠতেছিলো না। এখন vAi উইল টেইক কেয়ার অব ইট! জনৈক মনীষী বলে গেছেন— জগতের সকল ভালো ভালো জিনিষ অলসরা তৈয়ার করিয়াছে। অতীব সইত্য কথা! :P
থিংকার ক্লাবের পেইড সদস্যরা আজকে থেকেই এই ফিচার ব্যবহার করতে পারবেন (মেইল চেক করেন)। বাকীরা আগামী ২৫ ডিসেম্বর থিংকার ক্লাউড আর টাউন-সেন্টার রিলিজের পর একসেস পাবেন।