মমতা = ইন্টেলেক্ট + ইনটুইশন
সুখ-দুঃখ শুধুমাত্র লজিক দিয়ে বুঝা যায় না, ইনটুইশন লাগে। যার ইন্টেলেক্ট + ইনটুইশন লেভেল যত হাই সে অন্যের দুঃখ কষ্ট তত ভালো বুঝতে পারে। এজন্য দেখবেন যার ভেতরে মমতা যত বেশী সে অন্যরা কষ্ট পেতে পারে এরকম সকল বিষয় থেকে দূরে থাকে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।