আজকে একই দিনে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা। অন্য সময় হলে ফেসবুক ভেসে যেতো খেলা নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা ও ট্রলে। কিন্তু দেখেন— খেলা নিয়ে আওয়াজ নাই তেমন ফেসবুকে। এটা নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা হিসেবে দেখতে পারেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।