রাজনৈতিক সচেতনতা থাকলে দেশের খারাপ অবস্থায় কাজে মন বসানো যায় না। আবার পাবলিকের রাজনৈতিক সচেতনতার অভাবেই একটা দেশের পরিস্থিতি খারাপ হয়। এর একমাত্র সমাধান হচ্ছে অধিকাংশ লোকের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি। তাহলে দেশের এত খারাপ অবস্থা আসা ঠেকানো যায়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।