লোকজন দেখলাম কত সু্ন্দর হেঁটে পার হয়ে যাচ্ছে বাঁশের সাঁকো। আমি পার হতে গেলাম আর কাঁপতে লাগলো সাঁকো। মূলত আমার পা ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে শরীরের ভরকেন্দ্র ক্রমাগত এডজাস্ট করতে গিয়ে পা দিয়ে নানামুখী প্রেশার দেয়াতে এই অবস্থা।
ওভার থিংকিং ডাজ দ্য সেম থিং টু আস। কোন বিষয়ে যখন আমরা টু-মাচ কনসার্নড হয়ে এডজাস্ট করতে যাই, তখন আমাদের জীবনে চলার পথের একই অবস্থা হয়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।