লোকজন দেখলাম কত সু্ন্দর হেঁটে পার হয়ে যাচ্ছে বাঁশের সাঁকো। আমি পার হতে গেলাম আর কাঁপতে লাগলো সাঁকো। মূলত আমার পা ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে শরীরের ভরকেন্দ্র ক্রমাগত এডজাস্ট করতে গিয়ে পা দিয়ে নানামুখী প্রেশার দেয়াতে এই অবস্থা।
ওভার থিংকিং ডাজ দ্য সেম থিং টু আস। কোন বিষয়ে যখন আমরা টু-মাচ কনসার্নড হয়ে এডজাস্ট করতে যাই, তখন আমাদের জীবনে চলার পথের একই অবস্থা হয়।