আমি ভাবতাম এটা শুধু আমার সাথেই ঘটে। এজন্য ২০/৩০ মিনিট আগে উবার কল করি সবসময়। এটা তো দেখি জাতীয় সমস্যা।
উবারের উচিত যারা এই কাজ করে না তাদেরকে স্পেশাল রেটিং দেয়া এবং ট্রিপ জবগুলো তাদেরকে আগে দেখানো। এধরনের প্রায়োরিটি বেসিসে ট্রিপ/জব দেখানো শুরু হলে এই সমস্যা সমাধান হতে পারে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।