বহু বছর পর টিভিতে খেলা দেখছি। দর্শক আমি আর মাশরেখ (ছোট বোনের হাসবেন্ড)। আমি আর্জেন্টিনার সমর্থক আর ম্যাশ ইংল্যান্ড। ফলে ব্রাজিল বা সুইজারল্যান্ড, যেই অ্যাটাক দিক না কেন আমরা এক্সাইটেড হচ্ছি। ব্রাজিল গোল মিস করায় আফসোস করছি। ইটস কল্ড হার্ভেস্টিং ম্যাক্সিমাম জয়

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।