হাইওয়ে ডাকাতদের থেকে বাঁচতে বেশ কয়েকজন আমারে রাতের বেলা ট্রাভেল করতে নিষেধ করেছে। ঢাকায়ও নাকি ওপেন ছিনতাই শুরু হয়েছে। এতে সন্ধ্যার পর রাস্তা-ঘাট ফাঁকা হতে শুরু হলে ব্যবসা-বানিজ্য আরো খারাপ দিকে যাবে। তাতে আরো বেশী লোক জব হারাবে যা পরিস্থিতি আরো খারাপ করে দিবে।
এটা একটা দুষ্ট-চক্র। একবার এই চক্রে পড়লে বের হওয়া কঠিন হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।