যেখানে আছি— এখানে বায়ূ দূষন নেই, চমৎকার সবুজ গাছ-পালা পরিবেষ্টিত পরিবেশ, ঝিরঝির বাতাস। কিন্তু কানে এয়ারপড লাগিয়ে নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখতে হচ্ছে কারণ সাউন্ড পলিউশন। লোকজন, বাচ্চাকাচ্চা সকলেই যেন চিৎকার প্রতিযোগীতায় নেমেছে। ভালো এডুকেশন সিস্টেম ও প্রপার প্যারেন্টিং এই দূষণ কমাতে সাহায্য করবে যা আমার থিংকার প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গরীব জনগোষ্ঠীর কাছে এই এডুকেশন ও প্যারেন্টিং কিভাবে পৌঁছাবো, সেটাই ভাবছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।