আমাদের ডাটাবেসে পৃথিবীর ৯৯,৬৮১-টা জিও লোকেশন এবং ৪২,৬০৯-টা শহরের তথ্য আছে। এর ভেতরে কমপক্ষে ১০ হাজার বড় শহরে Town-Center তৈরি করার স্বপ্ন আছে আগামী দশ বছরে। পৃথিবীর ৮ বিলিয়ন লোকের ভেতরে কমপক্ষে ৪ বিলিয়ন লোক একদিন টাউন-সেন্টারের সিটিজেন হবে, এই স্বপ্ন নিয়ে কাজ করছি।
আগামী ২৫ ডিসেম্বর বেটা রিলিজ হবে। এর মাঝে বাংলাদেশে দু'টো সিটি + আমেরিকায় একটা সিটি + ইংল্যান্ডে একটা সিটিতে পাইলটিং শুরু হবে। বাংলাদেশ বা দেশের বাইরে থেকে যারা কোন সিটিতে টাউন-সেন্টার শুরু করতে চান, তারা এখন থেকেই এপ্লাই-এ ক্লিক করে আবেদন করে রাখতে পারেন। রিলিজের পর থেকে আমরা যোগাযোগ শুরু করবো।
যারা থিংকার ক্লাউড থেকে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, তাদের এখানে পুনরায় আবেদন করতে হবে না।