আমাদের ডাটাবেসে পৃথিবীর ৯৯,৬৮১-টা জিও লোকেশন এবং ৪২,৬০৯-টা শহরের তথ্য আছে। এর ভেতরে কমপক্ষে ১০ হাজার বড় শহরে Town-Center তৈরি করার স্বপ্ন আছে আগামী দশ বছরে। পৃথিবীর ৮ বিলিয়ন লোকের ভেতরে কমপক্ষে ৪ বিলিয়ন লোক একদিন টাউন-সেন্টারের সিটিজেন হবে, এই স্বপ্ন নিয়ে কাজ করছি।



আগামী ২৫ ডিসেম্বর বেটা রিলিজ হবে। এর মাঝে বাংলাদেশে দু'টো সিটি + আমেরিকায় একটা সিটি + ইংল্যান্ডে একটা সিটিতে পাইলটিং শুরু হবে। বাংলাদেশ বা দেশের বাইরে থেকে যারা কোন সিটিতে টাউন-সেন্টার শুরু করতে চান, তারা এখন থেকেই এপ্লাই-এ ক্লিক করে আবেদন করে রাখতে পারেন। রিলিজের পর থেকে আমরা যোগাযোগ শুরু করবো।

যারা থিংকার ক্লাউড থেকে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন, তাদের এখানে পুনরায় আবেদন করতে হবে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।