প্যারেন্টিং, পার্টনারশীপ ও জীবনের জন্য প্রযুক্তি। এই তিনটা বই আগামী বছর পাবলিশের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি। বিশেষ করে ৬৪ জেলা ট্রাভেলের সময়টায় এই বই তিনটার পেছনে প্রচুর সময় দেয়ার ইচ্ছা আছে। কিন্তু এক প্রকাশকের ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম কিছুদিন আগে যে বই পাবলিশ করতে ৪০ হাজার টাকা খরচ হতো সেটা এখন লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে।
আমার এই তিনটা বইয়ের কোনটাই ৫০০ পৃষ্ঠার নিচে না। এর ভেতরে প্যারেন্টিং বইটার হাজার পৃষ্ঠা ছাড়াতে পারে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে তো মনে হয় না ১৫০০ টাকার নিচে মূল্য নির্ধারণ করা যাবে। ১৫০০ টাকা দিয়ে কতজন এই বই কিনতে পারবে?
বইটার কনটেন্ট থিংকার ক্লাউডে থাকবে, কিন্তু কাগজের বই পাবলিশের পর সেটা অনলাইনে এভেইলেবল করবো। যারা হার্ড কপি কিনবে, তারা অনলাইন কপি ফ্রি পাবে। প্রকাশকদের দিকটা মাথায় রেখেই এটা করতে হচ্ছে। এখন এই মূল্যস্ফিতিতে কী করা যায়!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।