ডেডলাইন দেয়াই হয় পেছানোর জন্য। :D যারা ১০ তারিখের রিলিজের জন্য অপেক্ষা করছিলেন কষ্ট করে আরো দুইদিন অপেক্ষা করেন প্লিজ।
পুরা সিস্টেম রিফ্যাক্টরিং করে ফেলছি। PHP 7.1 থেকে PHP 8.1-এ আপগ্রেড পুরোপুরি ডান। PHP 8.1 এর পারফরমেন্স দেখে টাশকিতো! ত্রিভুজ ডট নেট দেইখেন, কী পরিমান ফার্স্ট রান করে।
কিছু টেস্টিং আর বাগ ফিক্সিং বাকী আছে। ১২ তারিখে সব রেডি পাবেন, ইনশা'আল্লাহ।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।