লস ঠেকাতে ফেসবুক ১১ হাজার লোক ছাঁটাই করেছে। তাও যদি শেষ রক্ষা না হয় আর ফেসবুক বন্ধ হয়ে যায়, কী করবে পাবলিক?

যাহোক, ফেসবুকে যারা লেখালেখি করেন তারা নিজেদের পোস্টগুলোর একটা ব্যাকাপ নিয়ে রাখেন। পোস্ট ব্যাকাপ নেয়ার জন্য Setting > Privacy > Your FaceBook Information > Download profile information -এ গেলে ব্যাকাপ করার অপশন পাবেন (স্ক্রিনশট দ্রষ্টব্য)।

সবকিছু একসাথে ব্যাকাপ না নিয়ে প্রথমে শুধু পোস্ট ব্যাকাপ করতে পারেন। কারণ, সাইজ খুব বড় হয়ে যায়। আর যারা অনেক বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন, তাদের ব্যাকাপ জেনারেট হতে প্রচুর সময় লাগতে পারে। ব্যাকাপ রিকোয়েস্ট দিয়ে অপেক্ষায় থাকেন, নোটিফিকেশন দিয়ে জানাবে কখন ডাউনলোড করতে পারবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।