একটা Keychron K8 (Optical Mechanical) কীবোর্ড অর্ডার দিয়েছি। আমার বোন আমারে অ্যাপলের ম্যাজিক মাউস আর কীবোর্ডের (গিফট দেয়ার) লোভ দেখিয়ে এই অর্ডার ক্যান্সেল করার জন্য পটাচ্ছে। বলতেছে আমার ১০০ ডলারের কীবোর্ড ভার্সেস অ্যাপলের ১৩০ ডলারের কীবোর্ড ও ১০০ ডলারের ম্যাজিক মাউস। ডিসাইড!

আমি Keychron K8 নেয়ার সিদ্ধান্তেই অটল আছি। ইউজিবিলিটি আর পারফর্মেন্সে এই ১০০ ডলারের Keychron অ্যাপলের ১৩০ ডলারের ম্যাজিক কীবোর্ড থেকে শতগুন ভালো।

মোরাল অব দ্য স্টোরিঃ বিশ্বের এক নাম্বার ব্রান্ড আর দামই সবকিছু নহে! ব্রান্ড স্লেভ হওয়া বোকামী।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।