পেইড সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভালো দিক হবে এর কনটেন্ট কোয়ালিটি। হাবিজাবি পোস্ট দেয়ার জন্য পে করতে রাজী হবে, এরকম লোক কম। আবার ভালো পোস্ট দিলে পেইড সাবসক্রাইবারও পাওয়া সহজ হবে।
আরেকটা ভালো ব্যাপার হলো— ফেসবুক সেলেব টাইপ কিছু তৈরি হবে না।
ধরেন আমার লেখা পড়ার জন্য আপনাকে বছরে এক ডলার করে পে করতে হবে। আমার প্রায় ২৫ হাজার ফ্রেন্ডস এন্ড ফলোয়ারদের ভেতরে তখন কতজন থাকবে?
হাজার পাঁচেক লোক বছরে এক ডলার পে করলেই একজন লেখকের জন্য আর কিছু লাগে না কিন্তু! তখন সে স্বস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে কাজের জিনিষ লিখবে।