সহজ জীবন - ২৯ (গ্লোবাল ভেরিয়েবল)
বিষয়টা প্রথম নিজের ভেতর থেকে অনুধাবন করি অনলাইনে গেমস খেলতে গিয়ে। ২০০৩/০৪ এর দিকের কথা। তখন স্টুডেন্ট ছিলাম ফলে আনন্দ, রাগ, আবেগ-অনুভূতি একটু বেশীই কাজ করতো। অনলাইন গেমসে কেউ অ্যাটাক দিলে, সিটি ধ্বংস করে দিলে.. কী যে রাগ হতো! তখন মনে হতো ঐ গেমটাই বুঝি সবকিছু। তারপর, সেই গেম কোথায় হারিয়ে গেল! কিন্তু গেমগুলো থেকে হওয়া কিছু বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে। এখানে ঐসব গেমসের স্কোর, ক্ষমতা, ট্রফিগুলো ছিলো লোকাল ভ্যারিয়েবল। আর গেমগুলো থেকে পাওয়া বন্ধুরা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল।
আপনার ছোটবেলার খেলনাগুলো, স্কুলে বিতর্ক প্রতিযোগীতার ফল, ফুটবল-ক্রিকেটের স্কোর, রেজাল্ট ছিলো লোকাল ভ্যারিয়েবল। সেসব দেখেন কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু স্কুল থেকে পাওয়া শিক্ষা, বন্ধুত্ব, উপলদ্ধিগুলো রয়ে গিয়েছে।
আগে আপনার কাছে গুরুত্বপূর্ন ছিলো কিন্তু এখন আর নাই, এরকম সকল ব্যাপারের সাথে রিলেটেড ভ্যারিয়েবলগুলো লোকাল ভ্যারিয়েবল। কিন্তু সেখান থেকে পাওয়া শিক্ষা, উপলব্ধি, বন্ধুরা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। জীবনে এরকম অনেক গ্লোবাল ভ্যারিয়েবল আছে। এগুলো ধরতে পারা জরুরী।
লোকাল ভ্যারিয়েবলগুলো ইরিলিভেন্ট হয়ে যায়, গ্লোবাল ভ্যারিয়েবলগুলো থেকে যায়। লোকাল ভ্যারিয়েবলগুলো এমনভাবে ইরিলিভেন্ট হয়ে যায়, হারিয়ে যায়, যেন এদের কোন অস্তিত্বই ছিলো না কোনকালে। আজকে আপনার কাছে গুরুত্বপূর্ন কোন লোকাল ভ্যারিয়েবলও একদিন ইরিলিভেন্ট হয়ে যাবে, হারিয়ে যাবে।