সহজ জীবন - ২৮
পপুলিস্ট হওয়া স্ট্রেসফুল

পপুলিস্ট হবেন না। পপুলারিটি দিয়ে কিছুই হয় না আনলেস আপনার ক্যারিয়ার বা ব্যবসা ওটার উপরে নির্ভর করে।

নিজের নেগেটিভ ট্রেইটগুলো যদি আইডেন্টিফাই করে মিনিমাইজ করতে পারেন ও যথেষ্ঠ জ্ঞানী হতে পারেন তাহলে পাবলিক কী পছন্দ করে এসব নিয়ে না ভেবে আপনি কোনটা সঠিক ভাবছেন তা বলুন ও করুন। প্রথমে আপনার পরিচিত সার্কেল আপনাকে ছেড়ে চলে গেলেও কিছুদিনের ভেতরে দেখবেন নতুন সার্কেল তৈরি হয়েছে।

ইন দ্য কোর সকলেই আসলে ভালো মানুশ, নানা প্রতিকূলতার কারণে তারা সেই ভালোর চর্চা করতে না পারলেও আপনার ভালোটাকে সমর্থন দিবে। প্রকাশ্যে দেয়াটা রিস্কি হলে মনে মনে দিবে। একদিন পরিবেশ সঠিক হয়ে উঠলে দেখবেন হুট করে তারা সব আপনার সাথে হাঁটতেছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।