সহজ জীবন - ২৭
বি ইওরসেল্ফ হওয়া বা নিজের মত চলা জীবনকে সহজ করে।
আপনি যেমন যদি তেমন যদি চলতে পারেন তাহলে আপনার জীবনের স্ট্রেস অনেকখানিই কমে আসবে। স্ট্রেস খারাপ না, তবে অপ্রয়োজনীয় স্ট্রেস কমানো তো ভালো।
কী ঘটবে যখন আপনি এরকম হবেন?
প্রথম লাভ হচ্ছে আপনাকে মুখোশ পড়ে ঘুরতে হবে না। ডিপ্লোমেটিক হওয়া লাগবে না বেশী। ডিপ্লোম্যাটিক হওয়া জীবনকে কঠিন করে।
দ্বিতীয় লাভ হচ্ছে- আপনার ব্রেইন ফ্রি থাকবে। এক বালতি পানির মতন মনোযোগ-রে তখন আরো ভালোভাবে ব্যবহার করতে পারবেন।
তৃতীয় লাভ হচ্ছে ক্রিয়েটিভিটি বাড়বে অনেক। ক্রিয়েটিভ হওয়ার জন্য মুক্ত হতে হয়। নিজের মত চলতে না পারলি মুক্তি আসে না সহজে।
এরকম আরো অনেক লাভ আছে। তবে সমস্যাও আছে। বি ইওরসেল্ফ হওয়ার আগে নিজেকে যতটা সম্ভব ভুল-ত্রুটি মুক্ত করে নিতে হয়, নয়তো বিষয়টা ক্ষতিকর। এবিষয়ে আগের পর্বে (গেট রিয়েল বিফোর বি ইওরসেল্প) আলাপ আছে।