সহজ জীবন - ২৫
পাবলিক আপনারে নিয়া খুব ভাবতেছে মনে করা ভুল। অধিকাংশ লোকই আপনার দোষ ধরতে চায় ও সমালোচনা করে কারণ এটা ওদের বিনোদন। আপনি না থাকলে অন্য কারো দোষ ধরবে, অন্য কারো সমালোচনা করবে। আপনি এখানে সাবজেক্টও না তাদের কাছে। ফলে, এদেরকে মুগ্ধ করার চেষ্টা করা সময়ের অপচয় মাত্র।
এদের থেকে প্যারা নেয়াও সময় নষ্ট। আজকে আপনি মারা গেলে কালকে এরা কেউ আপনার কথা মনে রাখবে না। প্রিন্সেস ডায়না যখন মারা গেলেন, পৃথিবীর কয়েক বিলিয়ন লোক শোক প্রকাশ করছে। এরপর কয়জন তারে মনে রাখছে? এভরিওয়ান ইজ রিপ্লেসেবল।
তাই এত প্যারা নেয়ার কিছু নাই। এবিষয়ে রুমির উক্তিটা মাথায় রাখতে পারেন―
“Half of life is lost in charming others.
The other half is lost in going through anxieties caused by others.
Leave this play. You have played enough.”
― Rumi