আমার হেটার্সদের ভেতরে কয়েকজনকে ব্লক করে রাখছি কারণ এরা অন্যদের কাছে বলে বেড়ায় আমার চিন্তা-ভাবনা খুবই ফালতু! কিন্তু ব্লক করে রাখার পরেও এরা ফেক আইডি থেকে আমার লেখা পড়ে।
বাট হোয়াই?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।