জীবন যাপনের জন্য কি খুব বেশি কিছু দরকার? মাঝে মাঝে মনে হয় সব বাদ দিয়ে কৃষিজীবি হয়ে যাই। একজন মানুষ যদি আমাজনের জঙ্গলে ঘাস-পাতা খেয়ে ২৮ দিন বেঁচে থাকতে পারে তাহলে একটুকরা কৃষি জমিতে শস্য ফলিয়ে একজন মানুষ কেন বেঁচে থাকতে পারবে না? জীবনে কতকিছু করার ছিলো, ব্যস্ততা কেড়ে নিচ্ছে সব সময়... !
৭ এপ্রিল, ২০১২
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।