ভেবেছিলাম এবার ঈদের ছুটিতে সবকিছু (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট লাইন) বন্ধ করে পুরোপুরি ছুটি কাটাবো, কিন্তু হচ্ছে না! মোবাইল, কম্পিউটার আর ইন্টারনেট ছাড়া আমার জগৎ অচল মনে হচ্ছে.. খুব খারাপ লক্ষণ এটা! ভাবতেসি কিছুদিন গ্রামে গিয়ে থাকা যায় কিনা... কৃষি কাজ শিখবো। কৃষি হচ্ছে পৃথিবীর একমাত্র পেশা যেটা কোনদিন বিলুপ্ত হওয়ার কোন সম্ভবনা নাই।

আচ্ছা, ডিজিটাল এজ বিলুপ্ত হয়ে যাবে বা যেতে পারে এরকম কেন মনে হইতেসে?

২৬ অক্টোবর, ২০১২

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।