শহরের প্রতিটা বাড়ির ছাদে হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষ করতে পারেন আপনারা। এই পদ্ধতিতে চাষ করতে মাটি লাগে না। আর যারা বাড়ি বানাবেন, তারা বাড়ির নকশা করার সময় ছাদে হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষ করার জন্য স্ট্রাকচারাল ডিজাইন করে নিতে পারেন। ভবিষ্যতে কাজে দিবে।
আপডেটঃ
কয়েকজনের মন্তব্য থেকে জানা গেল Hydroponics থেকে Aquaponics বেটার। Aquaponics এর সাথে সবজির পাশাপাশি মাছও থাকে বলে এতে মশার বংশবৃদ্ধির সম্ভবনাও থাকে না।