একজন লোকের সাসটেইন করার জন্য পাঁচ একর জমি লাগে। বাংলাদেশে সম্ভবত আরো কম লাগে যেহেতু আমাদের জমির উর্বরতা বেশী ও আমরা ভাত খাই।
তো, এইটুক জমি আপনার যদি না থাকে, আপনার ভবিষ্যত কখনোই সিকিউর না।
আপডেটঃ এ বিষয়ক যে কয়টা স্টাডি পড়েছি, সেগুলোর কোনটাই আমাদের দেশের না, ফলে আমাদের মাটির উর্বরতা ও জলবায়ুর ক্ষেত্রে কতটুকু জমি, সেটা আমার জানা নেই। কয়েকজনের কমেন্ট পড়ে বুঝলাম অনেক কম হবে এখানে। একজন নিজে উৎপাদন করে দেখেছেন বললেন।
আরেকটা ফ্যাক্ট হচ্ছে— বাংলাদেশের অধিকাংশ জমিতে বছরে তিনবার ফসল ফলানো যায়, যেটা পৃথিবীর অধিকাংশ দেশেই সম্ভব হয় না। ফলে, এই ৫ একরের হিসাব আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য কতটুকু জমি প্রয়োজন, সেটা আমার জানা নেই। কয়েকজন দাবী করেছেন ১ বিঘা ও পাঁচ বিঘা। কিন্তু, তাদের এই হিসাবের পক্ষে কোন রিসার্চ দেখাতে পারেননি বিধায় সেটাকে আমি মূল পোস্টে তথ্য হিসেবে যোগ করলাম না। একজন নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, কিন্তু সেটা প্রোটিন বাদে। ফলে, সেটাও যথার্থ নয়।
এক্ষেত্রে আরেকটা বিষয়ও মাথায় রাখা উচিত। শুধু ভাত-মাছই যথেষ্ঠ না। ব্যালেন্স ডায়েটের জন্য অনেক ধরনের খাবার লাগে। এগুলো সব ফলানোর জন্য যথেষ্ঠ জমি প্রয়োজন।