ব্যাকগ্রাউন্ডে কেমন ছবি দেয়া যায়, আধা ঘন্টা ধরে স্টক ফটো ঘাঁটাঘাটির পর মনে হলো থিংকার অফিসের সামনের রোডের ফটো দিয়া দেই। ভাল্লাগতেছে খুব! আমি তো এমনি এমনি হ্যাপি!!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।