ঘুম দেব তাই আগের পোস্ট অনলী মী করছি। অবস্থান বদলাই নাই। একটা ব্যাপার মাথায় রাখবেন— যারে তারে রাজাকার ট্যাগ দেয়া যেরকম খারাপ ছিলো শাহাবাগী ট্যাগ দেয়াও সেরকম খারাপ। মতের মিল না হলেই ট্যাগ দেয়া বন্ধ হোক!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।