রোদে একটু চাঙা হওয়ার জন্য ছাদে রেখে এসেছিলাম। একটু আগে পানি দিতে গিয়ে দেখি এই অবস্থা। প্রথমে কাঁচি দিয়ে কেটেছে, তারপর সিগারেট দিয়ে পুড়িয়েছে।

গাছটার অবস্থা দেখে যতটা না খারাপ লেগেছে তারচাইতে বেশী খারাপ লাগছে এদেশের লোকজনের মানসিকতা দেখে। আমি উত্তরার যে বাড়িটায় থাকি, এখানে একসেস পাওয়া লোকেরা দেশের টপ ১০% প্রিভিলিজড সোসাইটির। এদের ভেতরেও এরকম মানসিকতার লোক আছে ভাবতেই আরো মন খারাপ হয়ে যাচ্ছে।

তবে এদেশ নিয়ে আমি এখনো আশাবাদী। এই পরিস্থিতির উন্নতি আমরা করবো, ইনশা'আল্লাহ।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।