এমাসের শেষের দিকে জাকারবার্গ মেটাভার্সের নতুন VR হেডসেট বাজারে আনতেছে। দাম বেশী হওয়াতে মাস পিপলের কাছে হয়তো পৌঁছাতে পারবে না, কিন্তু এটার সুপ্রিম কোয়ালিটি VR ইন্ড্রাস্ট্রিরে একটা ভালো বুস্ট দিবে।
২০২৩ এ অ্যাপলও VR হেডসেট বাজারে আনতে যাচ্ছে বলে চারদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে। অ্যাপল অবশ্য বহুদিন ধরেই VR এর উপরে ইনভেস্ট করে যাচ্ছে। VR মার্কেটে অ্যাপল ঢুকে যাওয়া মানে রাতারাতি ভার্চুয়াল রিয়ালিটির একটা জোয়ার সৃষ্টি হওয়া।
আগামী এক দশকের ভেতরে VR ব্যাপক জনপ্রিয়তা পাবে। ট্রেডিশনাল সোশ্যাল মিডিয়া (বিশেষ করে ফেসবুক) বন্ধ হয়ে যাওয়ার একটা বড় কারণ হতে যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি।
আমরা যারা লেখালেখির জন্য ফেসবুক ব্যবহার করি, আমাদের বিকল্প চিন্তা করা উচিত এখন থেকেই।