পর্নোগ্রাফিক এডিকশনের প্রভাব থেকে সমাজরে রক্ষার জন্য পর্নোগ্রাফির প্রভাব নিয়ে কনটেন্ট যোগ করতেছে সুইডেনের স্কুল কারিকুলামে। এভাবে রক্ষা হবে? না মনে হয়! পশ্চিমারা বহু বছর ধরেই এগুলো নিয়ন্ত্রনের চেষ্টা করতেছে, নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আমাদের বাংলাদেশে অবশ্য এগুলো খুব কুল আর স্মার্ট বিষয় হিসেবে ঢুকতেছে এখনো।
এই বিষয়ে আমার একটা পর্যবেক্ষন শেয়ার করি। ২০৭০ সাল নাগাদ পৃথিবীর অর্ধেকের বেশী লোক মুসলিম হয়ে যাওয়ার পেছনে যে কয়টা বিষয় কাজ করছে তার ভেতরে অন্যতম একটা হচ্ছে নন-মুসলিমদের পপুলেশন গ্রোথ কমে যাওয়া। আবার এই প্রোডাক্টিভিটি কমে যাওয়ার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে পর্নোগ্রাফি। ফলে, আলটিমেটলি পর্নোগ্রাফিতে আসক্তরা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে পৃথিবী নিজেরে রক্ষা করতেছে বলা যায়। যদিও বিষয়টা দুঃজনক! মানে, এদেরকে রক্ষা করতে পারলে ভালো হতো। কিন্তু, এগুলো বলতে গেলে তারা আবার অফেন্ডেড হয়। বিশেষ করে বাংলাদেশে। ব্যাপারটা একটু স্যাডই, তাই না?