থিংকার থেকে ৬৪ জেলা ট্যুর শুরু করার সময় যে ইউটিউব চ্যানেল চালু করার প্ল্যান, সেটার কনটেন্টে ভয়েস দেয়ার জন্য ভয়েস আর্টিস্ট নেব কিনা ভাবছিলাম।

সমস্যা হলো আমাদের ট্যুরগুলো তো প্রায় দেড় বছর ধরে চলবে। এমনকি আবহাওয়ার ও নানা প্রতিকূলতার কারণে দুই বছর ধরেও চলতে পারে। সেক্ষেত্রে এত লম্বা সময় ধরে একজন আর্টিস্টকে ধরে রাখা কঠিন। ট্রাভেল সিরিজের ভিডিওগুলোতে একটা নির্দিষ্ট ভয়েস রাখা মনে হয় ভালো। তাই নিজেই ভয়েস দেয়ার কথা ভাবছি।

আরো নানা ধরনের যেসব প্রতিবেদন বানাবো, সেগুলোর জন্য আলাদা আলাদা ভয়েস আর্টিস্ট নিতে পারি। এই যেমন— দেশের কবি-সাহিত্যিকদের উপরে একটা সিরিজ ভিডিও করার প্ল্যান আছে। সেখানে সাধারণ বর্ণনার পাশাপাশি সাহিত্যের আলাপ, কবিতা আবৃতি এসব থাকবে। আমি তো আবৃত্তিকার না। ফলে, ওসব ভিডিওতে ভয়েস আর্টিস্ট নিতেই হবে।

মূলত নিজের ভয়েস ও টোন টেস্ট করার জন্য এই ভিডিও। কারো কোন মতামত থাকলে দিতে পারেন। আমার হাতে আরো ৩ মাস আছে এগুলো প্রাকটিস ও ইমপ্রুভ করার জন্য।

লিংক এখানে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।