৬৪ জেলায় ট্যুর দেয়ার সময় অন্তত ৬৪ জন লেখক খুঁজে বের করার চেষ্টা করবো যাদের লেখা পড়ার জন্য পাবলিক বছরে ১০০ টাকা দিয়ে তাদের সাবসক্রাইব করতে রাজী হবে। অন্তত তিন হাজার লোক যদি একজন লেখকরে সাবক্রাইব করে, সেই লেখকের মাসিক আয় দাঁড়ায় ২৫ হাজার টাকা। একজন ভালো লেখকরে এই আয় কিছুটা রিলাক্স করবে এবং আমরা আরো বেশী ভালো ভালো লেখা পাবো।
এরকম আরো অনেক প্ল্যান আছে।