লিপস্টিক বিক্রি বৃদ্ধি পাচ্ছে মানে অর্থনৈতিক মন্দা শুরু হতে যাচ্ছে, এরকম একটা ইন্টারেস্টিং ধারণা আছে ওয়েস্টে। এটাকে লিপস্টিক ইনডেক্স বলা হয়। এর পেছনের থিউরিটা এরকম— যখন মহিলাদের হাতে টাকা থাকে না তখন তারা লাক্সারি আইটেম কিনতে পারে না বলে লিপস্টিকের মত কমদামী জিনিষ বেশী কিনে। এটা ওরকম কোন ইকোনমিক থিওরি না তবে ব্যাপক আলোচিত ও পরিচিত টার্ম। Lipstick Index লিখে সার্চ দিলে আপনি এবিষয়ে ইন্টারেস্টিং সব তথ্য পাবেন।
তবে আমার এই পোস্টের উদ্দেশ্য ভিন্ন। লিপস্টিক ইনডেক্স নিয়া বিতর্ক থাকলেও এর পেছনের কারণটা কিন্তু সত্যি। মানুশের তো এন্টারটেইনমেন্ট লাগে। যখন সে টাকার অভাবে থাকে তখন সে স্বস্তায় বিকল্প কিছু খোঁজে, নিজেরে একটু হ্যাপি করার জন্য। এই ব্যাপারটা মাথায় রাখলে সম্ভবত মন্দার দিনে আপনি করার মত কোন ব্যবসা খুঁজে পাবেন। গুড লাক!